বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

বিজ্ঞান ও প্রযুক্তিতে সহযোগিতা করবে ইরান-ভেনেজুয়েলা

পোস্ট হয়েছে: নভেম্বর ৩, ২০১৯ 

news-image
ইরান ও ভেনেজুয়েলা বিজ্ঞান ও প্রযুক্তিতে একে অপরকে সহযোগিতা করবে। দুদেশের মধ্যকার জ্ঞানভিত্তিক কোম্পানিগুলোর উৎপাদনে সহযোগিতার মধ্য দিয়ে এই সহযোগিতা করা হবে। ইরানের পারদিস টেকনোলজি পার্ক পরিদর্শনকালে একথা জানান ভেনেজুয়েলার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী গ্যাবরিয়েলা জিমেনেজ রামিরেজ।
 
তিনি বলেন, ইরান ও ভেনেজুয়েলার বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সহযোগিতা, দুদেশে নতুন নতুন মেধাবী তৈরি এবং শান্তি ও সমৃদ্ধির সংরক্ষণ ও প্রসারে প্রযুক্তির ব্যবহারের সুযোগ রয়েছে।
 
রামিরেজ জানান, ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রেসিডেনশিয়াল ডেপুটির সাথে তার দেশের একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হবে। এটি ভেনেজুয়েলায় বিজ্ঞানের বিকাশে বিশাল সুযোগ হিসেবে কাজ করবে বলে জানান তিনি।
 
ভেনেজুয়েলার মন্ত্রী জানান, তার দেশ ইরানের সাথে বিজ্ঞান ও প্রযুক্তি বিনিময়ে সকল ধরনের সুযোগ-সুবিধা গ্রহণ করে এর প্রশংসা করেছে।
 
তেহরান সফরে বুধবার তিনি ইরানের বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তিমন্ত্রী মানসুর গোলামির সঙ্গে সাক্ষাৎ করেন। সূত্র: মেহর নিউজ এজেন্সি।