মঙ্গলবার, ১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

বিজ্ঞান অলিম্পিয়াডে ইরানি শিক্ষার্থীদের সাফল্য

পোস্ট হয়েছে: জুলাই ৪, ২০২৪ 

news-image

মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত ৪০তম বার্ষিক বিজ্ঞান অলিম্পিয়াড টুর্নামেন্টে অংশগ্রহণ করে ইরানি শিক্ষার্থীরা একটি ব্রোঞ্জ পদক এবং সম্মানজনক দুটি ডিপ্লোমা জিততে সক্ষম হয়েছে।মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, ৩১০টি বৈজ্ঞানিক প্রকল্প উপস্থাপনকারী ৮৪টি দেশের মোট ১১৪টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

প্রতিযোগিতাটি ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের নিয়ে প্রতি বছর ১ থেকে ১৫ জুন পর্যন্ত অনুষ্ঠিত হয়।

অক্সফোর্ড ইউনিভার্সিটির সহায়তায় প্রতিযোগিতাটি টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, এনার্জি, বায়োলজিক্যাল সায়েন্স, সোশ্যাল সায়েন্স, আর্ট এবং রোবোটিক্সের ক্ষেত্রে দুটি পর্যায়ে অনুষ্ঠিত হয়।

প্রথম পর্যায়ে, শিক্ষার্থীদের প্রকল্পের মূল্যায়নের পর সিনা মোকাদ্দাম-নোদেহি, পানিজ করিমি, ইলিয়া নোসরত-পানাহ, মাহান কাদিমি এবং মোহাম্মদ-স্যাম নেমাতি-ময়েনের সমন্বয়ে গঠিত ৪টি ইরানি দলকে দ্বিতীয় পর্যায়ে প্রতিযোগিতার জন্য নির্বাচিত করা হয়।

প্রতিদ্বন্ধিতা শেষে মোকাদ্দাম-নোদেহি ব্রোঞ্জ পদক জিতেছেন। মাহান কাদিমি এবং মোহাম্মদ-স্যাম নেমাতি-ময়েন পেয়েছেন সম্মানজনক ডিপ্লোমা।

এছাড়াও, প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য কারিমি এবং নুসরাত-পানাহ একটি করে সনদ পেয়েছেন।

সূত্র: তেহরান টাইমস