বিজ্ঞানভিত্তিক কোম্পানির সহায়তায় ইরানের ৪ বিলিয়ন ডলার বরাদ্দ
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১৯, ২০২১
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2021/09/3893012.jpg)
বিগত চার বছরে বিজ্ঞানভিত্তিক কোম্পানিগুলোর সহায়তায় ১৭০ ট্রিলিয়ন রিয়াল (প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলার) বরাদ্দ দিয়েছে ইরান। দেশটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্সির অধিভুক্ত উদ্ভাবন ও সমৃদ্ধি তহবিল থেকে এই বরাদ্দ দেওয়া হয়।
তহবিলের উপপ্রধান সিয়াভাশ মালেকি বলেন, বর্তমানে দেশে ৬ হাজার ২৬৩টি বিজ্ঞানভিত্তিক কোম্পানি তৎপর রয়েছে। এসব কোম্পানি প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে অত্যাধুনিক পণ্য ও সেবা দেশি -বিদেশি বাজারে সরবরাহ করছে। কিছু কোম্পানি আন্তর্জাতিক বাজারেও প্রবেশ করেছে।
তিনি বলেন, বর্তমানে আমরা সুবিধা, গ্যারান্টি, বিনিয়োগ এবং ক্ষমতায়ন- এই চার ফরমেটে বিজ্ঞানভিত্তিক কোম্পানিগুলোকে ৭০ এর অধিক সেবা দিয়ে থাকি। সূত্র: তেহরান টাইমস।