বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

বিচ সকার কাপের সেমিতে সেনেগালের বিরুদ্ধে খেলবে ইরান

পোস্ট হয়েছে: নভেম্বর ৭, ২০২১ 

news-image

২০১১ মহাদেশীয় বিচ সকার কাপের সেমি ফাইনালে শুক্রবার সেনেগালের বিরুদ্ধে খেলবে ইরান। এর আগে বৃহস্পতিবার দুবাইয়ের কাইত সৈকতে গ্রুপ বি এর ম্যাচে রাশিয়ার কাছে ৪-৩ পয়েন্টে হারে ইরান। ফারসি স্কোয়াডে খেলেন আমির হোসেইন আকবারি, মোহাম্মাদালি মোখতারি ও মোহাম্মাদ মোরাদি।সেমি ফাইনালের অপর ম্যাচে পর্তুগালের বিরুদ্ধে খেলবে রাশিয়া।মঙ্গলবার উদ্বোধনী ম্যাচে প্যারাগুয়েকে ৮-৬ পয়েন্টে পরাজিত করে বিচ সকার কাপে শুভ সূচনা করে ইরান। দ্বিতীয় ম্যাচে ইরান বুধবার জাপানের মুখোমুখি হয় এবং পূর্ব এশীয় এই প্রতিদ্বন্দ্বীকে ৬-১ পয়েন্টে পরাজিত করে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।