সোমবার, ৩রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

বায়ু দূষণ কমিয়ে আনতে তেহরানে নামছে হাইব্রিড ট্যাক্সি

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২২, ২০১৬ 

news-image

ইরানের রাজধানী তেহরানের পরিবহন বহরে আগামী ৩ বছরে আরো ১০ হাজার হাইব্রিড ট্যাক্সি যুক্ত হবে। তেহরান সিটি কর্পোরেশনের কর্মকর্তা মেইসাম মোজাফ্ফার এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান। এ অনুষ্ঠানে ৫০টি হাইব্রিড ট্যাক্সি তেহরান শহরে চলাচলের জন্যে চালু করা হয়। মেইসাম জানান, আগামি ২০১৭ সালের মার্চের মধ্যে আরো আড়াই হাজার ট্যাক্সি তেহরানে চলাচল শুরু করবে। আর এ প্রকল্প বাস্তবায়ন করবে বেসরকারি খাত।

যানজট ও বায়ু দূষণের দিকটি বিবেচনা করে এধরনের হাজার হাজার হাইব্রিড ট্যাক্সি চলাচলের জন্যে উন্মুক্ত করে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। এক পরিসংখ্যানে জানা যায়, তেহরান শহরে চলাচলকারী একটি মাইক্রোবাস যে পরিমাণ বায়ু দূষণ করে তা ৬৬টি হাইব্রিড ট্যাক্সি চলাচল করলে একই পরিমাণ বায়ু দূষণ ঘটে। তাই হাইব্রিড ট্যাক্সি বৃদ্ধি করে তেহরান শহরে বায়ু দূষণ কমিয়ে আনার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া হাইব্রিড ট্যাক্সির জালানির খরচ অনেক কম। সূত্র: তেহরান টাইমস