বার্সেলোনা উৎসবে সেরা ছবি ইরানের ‘ইয়ালদা’
পোস্ট হয়েছে: এপ্রিল ২৬, ২০২১

পঞ্চম বার্সেলোনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে ইরানি ফিচার ‘ইয়ালদা’ (অ্যা নাইট ফর ফরগিভনেস)। ইরান, সুইজারল্যান্ড, জার্মানি, ফ্রান্স এবং লাক্সেমবার্গের যৌথ উদ্যোগে চলচ্চিত্রটি পরিচালনা করেছেন নির্মাতা মাসুদ বাখশি এবং প্রযোজনা করেছেন আলি মোসাফফা।
১৫ থেকে ২৩ এপ্রিল আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়।
‘ইয়ালদা’ (অ্যা নাইট ফর ফরগিভনেস) মরিয়ম নামে এক তরুণীর কাহিনি নিয়ে তৈরি করা হয়েছে। স্বামী নাসেরকে খুনের দায়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ইরানি আইনে ভুক্তভোগীর পরিবার তাকে ক্ষমা করতে পারে এবং তার জীবন ফিরিয়ে দিতে পারে। মরিয়মের পরিণতি ঠিক করার সিদ্ধান্ত নিতে হয় নাসেরের মেয়ে মনাকে। ইরানের সবচেয়ে জনপ্রিয় টিভি রিয়েলিটি শো’র পরিচিত মুখ মনা।
এরআগে ফিচারটি আমেরিকায় অনুষ্ঠিত সানড্যান্স চলচ্চিত্র উৎসবে শীর্ষ একটি পুরস্কার লাভ করে। উৎসবের ওয়ার্ল্ড সিনেমা ড্রামা বিভাগে ছবিটি গ্র্যান্ড জুরি অ্যাওয়ার্ড লাভ করে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।