বার্লিন চলচ্চিত্র উৎসবে ইরান ও ইতালির যৌথ পুরস্কার লাভ
পোস্ট হয়েছে: মার্চ ২৪, ২০১৬

ইরান ও ইতালির দুজন চলচ্চিত্রকার বার্লিন চলচ্চিত্র উৎসবে যৌথভাবে জিতেছেন প্রামাণ্য চলচ্চিত্র পুরস্কার। ইরানের মেহেরদাদ ওসকোইস এর স্টারলেস ড্রিম ও ইতালির পরিচালক জিয়াফ্রাঙ্কো রসি নির্মিত ফায়ার এট সি প্রামান্য চলচ্চিত্র দুটি এ যৌথ পুরস্কার লাভ করে নেয়। ৬৬ তম আন্তর্জাতিক বার্লিন চলচ্চিত্র উৎসবে তারা দুজন চমক দেখান।
তাদের পুরস্কারের মূল্যমান হচ্ছে সাড়ে ৫ হাজার মার্কিন ডলার। গত শনিবার তারা এ পুরস্কার পান। মানবাধিকার নিয়ে চলচ্চিত্র তৈরির কথা প্রকাশ পেয়েছে ওই দুটি প্রামান্য চলচ্চিত্রে। স্টারলেস ড্রিমে দেখানো হয়েছে কেমন করে শরণার্থীরা টিকে থাকার চেষ্টা করছেন। ইতালির উপকূলে কঠিন জীবন সংগ্রামে একদল নারী কিভাবে লড়াইয়ে অবতীর্ণ হন তা চিত্রায়ন করা হয়েছে ছবিটিতে। ৭৬ মিনিটের এই ইরানি প্রামান্যচিত্রে দারিদ্রের কষাঘাত কিভাবে গরীব মেয়েদের সইতে হয় তাও ফুটিয়ে তোলা হয়েছে। অবশ্য এ চলচ্চিত্রটি এর আগে তেহরানে গত মাসে ৩৪তম আন্তর্জাতিক ফজর ফিল্ম ফেস্টিভালে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নেয়। সূত্র: প্রেস টিভি