বার্লিন উৎসবে লড়বে ইরানের ‘অ্যাপল ডে’
পোস্ট হয়েছে: জানুয়ারি ১৭, ২০২২

মাহমুদ গাফফারি পরিচালিত ইরানি চলচ্চিত্র ‘দ্য অ্যাপল ডে’ ৭২তম বার্ষিক বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিদ্বন্দ্বিতা করবে। আন্তর্জাতিক এই উৎসবের এলাহে নোবাখত প্রযোজিত সিনেমাটির প্রথম আত্মপ্রকাশ হতে যাচ্ছে।
‘অ্যাপল ডে’ চলচ্চিত্রে একটি ইরানি পরিবারের গল্প তুলে ধরা হয়েছে। পরিবারের সদস্যরা সমস্ত অসুবিধা এবং সমস্যা সত্ত্বেও রোমান্টিকভাবে একে অপরের পাশে দাঁড়ায় এবং একে অপরকে বেড়ে উঠতে এবং সুখী জীবনযাপন করতে সহায়তা করে। ইরানি চলচ্চিত্রটি ৭২তম বার্ষিক বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রজন্ম বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে, যাকে সাধারণত বার্লিনলে বলা হয়। উৎসবটি ১০ থেকে ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।