বার্কলে চলচ্চিত্র উৎসবে ইরানি ছবির দুই অ্যাওয়ার্ড জয়
পোস্ট হয়েছে: নভেম্বর ৪, ২০২০
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2020/11/3590150.jpg)
আমেরিকার ২০২০ বার্কলে ভিডিও অ্যান্ড ফিল্ম ফেস্টিভ্যালে দুটি পুরস্কার জিতেছে ইরানি স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘গ্যাবরিয়েল’। নির্মাতা ইউসেফ কারগারের চলচ্চিত্রটি উৎসবের এবারের ২৯তম আসরে সেরা বিদেশি চলচ্চিত্র ও সেরা সিনেমাটোগ্রাফি বিভাগে সর্বোচ্চ পুরস্কার লাভ করে।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গ্যাবরিয়েল’ এ এক বাবার কাহিনি তুলে ধরা হয়েছে। ভালোবাসা, আস্থা ও বিবেকের মধ্যে কঠিন অবস্থার মধ্য থেকে তাকে সিদ্ধান্ত নিতে হয়।
ছবিটিতে অভিনয় করেছেন ইউসেফ ইয়াজদানি, শাবনাম ইউসেফি, আলি মোকারাম, সিনা ফারামারজ, মানজার আসগারি ও রাসুল ওমরানিফার। সূত্র: মেহর নিউজ এজেন্সি।