শুক্রবার, ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

বাফ উৎসবে লড়বে তিন ইরানি ছবি

পোস্ট হয়েছে: মার্চ ৯, ২০২২ 

news-image

বাফ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ইরানি চলচ্চিত্র “ওল্ফ কাবস অব অ্যাপল ভ্যালি”, ‌”অ্যাস্টেরয়েড” এবং “সোলার এক্লিপস”।শিশু ও যুব বিষয়ক চলচ্চিত্র উৎসবটি ১৯ থেকে ২৫ মার্চ সুইডেনের মালমোতে অনুষ্ঠিত হবে।ফেরেদুন নাজাফি পরিচালিত “ওল্ফ কাবস অব অ্যাপল ভ্যালি” এবং মেহেদি হোসেনিভান্দ-আলিপুরের “অ্যাস্টেরয়েড” উৎসবের ফিচার চলচ্চিত্র বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে।অন্যদিকে, রাহা আমিরফজলি ও আলীরেজা কাসেমী পরিচালিত “সোলার এক্লিপস” স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতায় দেখানোর জন্য বাছাই করা হয়েছ। সূত্র: তেহরান টাইমস।