রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

বাণিজ্য ২০ বিলিয়ন ডলারে নিয়ে যেতে চায় ইরান ও ইরাক

পোস্ট হয়েছে: নভেম্বর ১৮, ২০১৮ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ইরাকের সঙ্গে বাণিজ্য ২০ বিলিয়ন ডলার পর্যন্ত বাড়ানো সম্ভব। শনিবার তেহরানে ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ’র সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেছেন।

রুহানি বলেন, দুই পক্ষের মধ্যে রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। উভয় পক্ষ এ বিষয়ে একমত যে, দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদারের ব্যাপক সুযোগ রয়েছে এবং এ সুযোগ কাজে লাগাতে হবে।

তিনি আরও বলেন, দুই দেশের দুক্ষিণাঞ্চলের মধ্যে রেল সংযোগ প্রতিষ্ঠার লক্ষ্যে প্রাথমিক সব কাজ শেষ হয়েছে। রেল চলাচল শুরু হলে যাত্রী আনা-নেয়ার পাশাপাশি বাণিজ্যিক পণ্য আদান-প্রদান আরও সহজ হবে।

রুহানি বলেন, ইরাকের নিরাপত্তা ও উন্নয়নকে ইরান নিজের নিরাপত্তা ও উন্নয়ন বলে মনে করে। দুই দেশের মধ্যে সহযোগিতা ক্রমেই আরও গভীর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থ নিশ্চিত করতে এ অঞ্চলে নতুন ব্যবস্থা চালু করা জরুরি। এ ক্ষেত্রে ইসলামি ইরানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরাকও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।

ইরান ও ইরাকের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের কথা বলেন তিনি। বারহাম সালিহ বলেন, ইরাক আশা করছে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। পার্সটুডে।