মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

বাংলাদেশ শিশু চলচ্চিত্র উৎসবে ইরানের তিন সিনেমা

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ৩, ২০২১ 

news-image

বাংলাদেশ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে ইরানের ‘সেন্টার ফর দ্যা ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট অব চাইল্ড অ্যান্ড অ্যাডোলসসেন্ট’ নির্মিত তিনটি সিনেমা। এর মধ্যে দুটি অ্যানিমেশন ও একটি ম্যুভি। উৎসবের প্রতিদ্বন্দ্বিতা বিভাগে চলচ্চিত্রগুলো দেখানো হচ্ছে।  

বাংলাদেশ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের এবারের চতুর্দশতম আসর ঢাকায় ৩০ জানুয়ারি শুরু হয়ে চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

ইভেন্টে অ্যানিমেশন বিভাগে অংশ নেয়া দুই সিনেমা হলো- সাদেক জাভাদি পরিচালিত ‘অটুমন উইন্ডস, স্প্রিং উইন্ডস অ্যান্ড টু ডাভস’ ও মরিয়ম কাশকৌলিনা পরিচালিত ‘ইলেভেন্থ স্টেপ’।

অন্যদিকে, বাবাক নাবিজাদেহ পরিচালিত ‘ওসান বিহাইন্ড দ্যা উইন্ডো’ উৎসবের আন্তর্জাতিক ফিচার চলচ্চিত্র প্রতিযোগিতায় অংশ নিয়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।