মঙ্গলবার, ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের পক্ষ থেকে দিদারুল আলমকে সম্মাননা প্রদান

পোস্ট হয়েছে: ডিসেম্বর ১৪, ২০২০ 

news-image

মহামারির সময় অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ, বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম “এসো সবাই” ক্যাম্পেইনের নেতৃত্ব ও কার্যকর পরিকল্পনার জন্য দিদারুল আলম-কে কৃতজ্ঞতা ও সম্মাননা প্রদান করেছে।
প্রযুক্তি প্ল্যাটফর্মের উদ্ভাবনী ব্যবহারের মাধ্যমে তিনি ব্যবসা, গণমাধ্যম ও শিল্পকলার বিভিন্ন ক্ষেত্রের প্রভাবশালী ব্যক্তিদের একত্রিত করে জাতিকে ঐক্যবদ্ধ করেছেন, যা সহযোগিতা ও সহমর্মিতার এক উজ্জ্বল উদাহরণ হয়ে ওঠে। এই ক্যাম্পেইন দেশের সবচেয়ে বিপন্ন জনগোষ্ঠীর জন্য খাদ্য ও সহায়তা নিশ্চিত করেছে।
তার এই প্রচেষ্টা প্রমাণ করেছে যে, সঠিকভাবে ব্যবহৃত হলে প্রযুক্তি এবং কমিউনিটি মোবিলাইজেশন অসাধারণ ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম।
৪র্থ ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড ২০২০-তে এই স্বীকৃতি প্রদান করা হয়, যা দিদারুল আলমের নেতৃত্বে এক আশার আলো হিসেবে বিবেচিত হয়েছে।
শরিফুল ইসলাম, প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর, বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম বলেন, “এই সম্মাননা দিদারুল আলমের প্রতি কৃতজ্ঞতার এক প্রতীক এবং সংকটকালে তার অবদানের স্বীকৃতি।”