রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

বাংলাদেশে শিশু চলচ্চিত্র উৎসবে ইরানের ‘মেটামোরফোসিজ’

পোস্ট হয়েছে: জানুয়ারি ১৮, ২০২১ 

news-image

বাংলাদেশে আসন্ন আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ইরানি ছবি ‘মেটামোরফোসিজ ইন দ্যা স্লটারহাউজ’। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন জাভাদ দারায়েই।

আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের এবারের আসর ৩০ জানুয়ারি শুরু হয়ে চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

‘মেটামোরফোসিজ ইন দ্যা স্লটারহাউজ’ এ একটি পরিবারের গল্প তুলে ধরা হয়েছে। পরিবারটিকে তাদের গ্রাম ছেড়ে অন্যত্র গমন করতে হয়। ইরান, জার্মানি ও কানাডার যৌথ প্রোযোজনার ছবিটি প্রযোজনা করেছেন মেহদি কুহজাদেহ। সূত্র: মেহর নিউজ এজেন্সি।