রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

বাংলাদেশে পাহাড় ধসে হতাহতের ঘটনায় ইরানের শোক

পোস্ট হয়েছে: জুন ১৭, ২০১৭ 

news-image

বাংলাদেশে পাহাড় ধসে ব্যাপক হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, “আমরা বাংলাদেশের সরকার, জনগণ এবং ক্ষতিগ্রস্তদের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি।”

বাংলাদেশের তিন পার্বত্য জেলাসহ ৫ টি জেলায় পাহাড় ধসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৯ জন। এর মধ্যে রাঙ্গামাটিতে ১০৬ জন, চট্টগ্রামের রাঙ্গুনিয়া ও চন্দনাইশে ৩৪ জন, বান্দরবানে ৬, কক্সবাজারের টেকনাফে ২ জন এবং খাগড়াছড়িতে ১ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

এছাড়া এখনও অনেকেই নিখোঁজ রয়েছে। সূত্র: পার্সটুডে।