শনিবার, ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

বাংলাদেশে চিত্র প্রতিযোগিতায় স্বর্ণপদক পেলেন ইরানের আহমাদ খাতিরি

পোস্ট হয়েছে: এপ্রিল ৭, ২০২১ 

news-image

বাংলাদেশে চিত্র প্রতিযোগিতায় স্বর্ণপদক পেয়েছেন ইরানের ফটোগ্রাফার আহমাদ খাতিরি।তার ছবির বিষয়বস্তু হচ্ছে যুদ্ধক্ষেত্রে নামাজ আদায়। বাংলাদেশে পঞ্চম মাহফুজ উল্লাহ স্মৃতি আন্তর্জাতিক চিত্র প্রতিযোগিতায় এ ছবিটি স্বর্ণপদক পেয়েছে। সাদাকালো এছবিটির শিরোনাম হচ্ছে. ‘প্রেয়ার ইন ওয়ার জোন’। মনো-কালার ক্যাটাগরিতে ছবিটি স্বর্ণপদক জিতে নেয়। ফেডারেশন অব ইন্ডিয়ান ফটোগ্রাফির কাছ থেকে খাতিরি পুরস্কার গ্রহণ করেন। ইরানের শালামচেহ অঞ্চলে দুইজন যুদ্ধ চলাকালে নামাজ আদায় করছে এবং তারই ছবি তুলেছেন খাতিরি। তেহরান টাইমস