বাংলাদেশে আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্টে তৃতীয় হয়েছে ইরান
পোস্ট হয়েছে: অক্টোবর ৬, ২০২৪
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2024/10/4c6i9015fdc6192jjcv_800C450.jpg)
বাংলাদেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন ইরানের পুইয়া শাফিয়িফার্দ। এতে বিভিন্ন দেশের প্রতিযোগীরা অংশ নেন। ইরানের প্রতিনিধি পুইয়া শাফিয়িফার্দ প্রথম রাউন্ডে অস্ট্রেলিয়ার জেমস নিকোলাস’র বিরুদ্ধে জয়লাভ করে। দ্বিতীয় রাউন্ডে মিশরের সাইফ হিকালের বিপক্ষে জয়ী হয়ে শীর্ষ চার-এ জায়গা করে নেয়। চূড়ান্ত ধাপে শাফিয়িফার্দ ব্রোঞ্জ পদক অর্জন করে।
বাংলাদেশ স্কোয়াশ র্যাকেটস ফেডারেশন আয়োজিত দেশের সবচেয়ে বড় এ স্কোয়াশ টুর্নামেন্টে এবারও দেশ-বিদেশের প্রখ্যাত নারী ও পুরুষ স্কোয়াশ খেলোয়াড়রা অংশ নেন।
১ অক্টোবর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ৪ দিনব্যাপী আন্তর্জাতিক এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। পার্সটুডে/