শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

`বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদার করতে চায় ইরান’

পোস্ট হয়েছে: মে ৩০, ২০১৬ 

news-image

ইরানের সংস্কৃতি ও ইসলামী দিকনির্দেশনা বিষয়ক মন্ত্রী আলী জান্নাতি বলেছেন, বাংলাদেশ-ইরান সাংস্কৃতিক সম্পর্ককে গতিশীল করতে হবে।

ইরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ কে এম মজিবুর রহমান ভূঁঞা’র সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। ইরানি মন্ত্রী আরও বলেছেন, সাংস্কৃতিক ক্ষেত্রে দুই দেশের মধ্যে অনেক মিল রয়েছে। এ সম্পর্ক আরও জোরদার করা উচিত। তিনি আরও বলেন, দুই দেশ সিনেমাসহ বিভিন্ন সাংস্কৃতিক পণ্য বিনিময় করতে পারে। বাংলাদেশ ও ইরানের মধ্যে এ সংক্রান্ত চুক্তি রয়েছে বলেও তিনি জানান।

সংস্কৃতিমন্ত্রী বলেন, ফার্সি ভাষা শিক্ষা দুই দেশের সম্পর্ক জোরদারের ক্ষেত্রে সহযোগিতা করতে পারে। ইরানিরাও বাংলা ভাষা সম্পর্কে জানতে আগ্রহী বলে তিনি জানান।

এ সময় বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, ইরানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদারের অনেক ক্ষেত্র রয়েছে। শিক্ষা ও সংস্কৃতি ক্ষেত্রে দুই দেশ পরস্পরকে সহযোগিতা করতে পারে। বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর কথাও বলেছেন তিনি।

এ কে এম মজিবুর রহমান ভূঁঞা আরও বলেন, আন্তর্জাতিক পর্যায়ে দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে এবং এ সম্পর্ক ক্রমেই আরও জোরদার হবে। সূত্র: পার্সটুডে