শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

বাংলাদেশি চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ‘সারকেল ল’

পোস্ট হয়েছে: জুলাই ১৭, ২০২০ 

news-image

বাংলাদেশে অনুষ্ঠেয় দ্বাদশ আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে (আইআইইউএসএফএফ) দেখানো হবে ইরানি স্বল্পদৈর্ঘ্য ছবি ‘সারকেল ল’। চলচ্চিত্রকার মেহরশাদ গোলকারিয়ানের ছবিটি উৎসবের প্রধান বিভাগে দেখানো হবে।
 
আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব ২৮ জুলাই শুরু হয়ে চলবে ২০ জুলাই পর্যন্ত।

স্বল্পদের্ঘ্য চলচ্চিত্র ‘সারকেল ল’ এ দুই জোড়া দম্পতির কাহিনি তুলে ধরা হয়েছে। তারা এক রাতে এক বনে তাবু টানেন। ওই রাতে এমন কিছু ঘটে যায় যা উভয় দম্পতির জীবনকে আক্রান্ত করে।

এরআগে স্বল্পদৈর্ঘ্যটি জার্মানির কুরজফিল্মফেস্ট বুন্টার হুন্ডে অংশ নেয়। এছাড়া এটি ১৯তম রিয়েলিটি বাইটেস ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যালে জুরি অ্যাওয়ার্ড লাভ করেছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।