বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

বাংলাদেশকে শোক জানাল ইরান

পোস্ট হয়েছে: মার্চ ১৪, ২০১৮ 

news-image

বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় বাংলাদেশকে শোক জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি আজ বলেছেন, নেপালে বাংলাদেশের বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দেশটির সরকার ও জনগণের প্রতি শোক ও সমবেদনা জানাচ্ছি। পার্সটুডের খবর।

হতাহতদের স্বজনদের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে আহতরা দ্রুত সেরে উঠবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

গতকাল নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়। এর ফলে অন্তত ৫১ জন প্রাণ হারিয়েছে। অপর ২০ জনের চিকিৎসা চলছে।