বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

বসরা আন্তর্জাতিক হাফ ম্যারাথনে ইরানি দৌড়বিদের সাফল্য

পোস্ট হয়েছে: এপ্রিল ২৮, ২০২৫ 

news-image

বসরা আন্তর্জাতিক হাফ ম্যারাথন প্রতিযোগিতায় ইরানি দৌড়বিদ পারিসা আরব পঞ্চম স্থান অধিকার করেছেন। ৩ হাজার ৫০০ মার্কিন ডলার পুরস্কার জিতে ইরানি মহিলাদের হাফ ম্যারাথনে একটি নতুন রেকর্ড গড়েছেন তিনি।

শুক্রবার বসরা শহরে প্রথম আন্তর্জাতিক হাফ-ম্যারাথন আয়োজন করা হয়। এতে ৪৪টি দেশের ১৪৭ জন দৌড়বিদ অংশ নেন। শহরটির ইতিহাসে এই প্রথম এই ধরনের বড় ইভেন্টের আয়োজন করা হয়।

২১ কিলোমিটারের দৌড় প্রতিযোগিতাটি স্পোর্টস সিটি কমপ্লেক্সে শুরু হয়ে শাত আল-আরব কর্নিশেতে শেষ হয়। জনসাধারণের ব্যাপক উপস্থিতিতে ইভেন্টটি অনুষ্ঠিত হয়।

ইরানি-আমেরিকান দৌড়বিদ পারিসা আরব দেড় হাজার মিটার থেকে শুরু করে হাফ ম্যারাথন পর্যন্ত বিভিন্ন ইভেন্টে অংশ নিয়েছেন। ৩ হাজার, ৫ হাজার এবং ১০ হাজার মিটার দৌড়ে ইরানি জাতীয় রেকর্ড ধারণ করেছেন তিনি। সূত্র: মেহর নিউজ