বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

বসনিয়ার ফিল্ম উৎসবে পুরস্কার জিতল ইরানের ‘দি সল্ট ম্যান’

পোস্ট হয়েছে: জুন ১২, ২০১৬ 

news-image

ইরানের চলচ্চিত্র নির্মাতা সাইয়েদ সাজ্জাদ মুসাভির স্বল্পদৈঘ্য ছায়াছবি ‘দি সল্ট ম্যান’ বসনিয়ায় ভিভা ফিল্ম উৎসবে গ্রান্ড প্রিক্স পুরস্কার জিতেছে। বসনিয়া ও হার্জেগভিনার সারায়েভোতে এ ফিল্ম উৎসব অনুষ্ঠিত হয়।

পনের মিনিটের এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে দেখা যাবে এক ব্যক্তিকে তার ৬ বছরের মেয়েকে নিয়ে লবনের খনিতে কাজ করতে। গত মে মাসে এ চলচ্চিত্রটি আবু ধাবিতে সপ্তম জায়েদ ইউনিভার্সিটি মিডিল ইস্ট ফিল্ম ফেস্টিভালে পুরস্কার লাভ করে।

বসনিয়ার ওই উৎসবে ইরানের আরো তিনটি চলচ্চিত্র পুরস্কার লাভ করে। এগুলো হচ্ছে আব্বাস সেন্দির ‘সেপিদেহ’, হাসেম দেহকানির ‘ফাইভ সেনসেস অব আর্ট’ ও বেনিয়ামিন বালুচির ‘ইরান ট্যুর।

সূত্র: তেহরান টাইমস