বর্ষসেরা ইসলামি বিপ্লব চিত্রশিল্পী কাদিরিয়ান
পোস্ট হয়েছে: এপ্রিল ১৮, ২০২২

বর্ষসেরা ইসলামি বিপ্লব চিত্রশিল্পী নির্বাচিত হয়েছেন চিত্রশিল্পী আবদুলহামিদ কাদিরিয়ান। শুক্রবার ইসলামি বিপ্লব শিল্প সপ্তাহের সমাপনী দিনে ইসলামিক আইডিওলজি ডিসেমিনেশন অর্গানাইজেশনের (আইআইডিও) আর্ট ব্যুরোর ব্যবস্থাপক অনুষ্ঠানের আয়োজকদের উপস্থিতিতে একটি বিশেষ অনুষ্ঠানে তাকে এই উপাধিতে ভূষিত করেন।
কাদিরিয়ান ‘গার্লস অব দ্য সাইয়েদ আল-শুহাদা স্কুল’ শিল্পকর্মের জন্য এই খেতাব লাভ করেন। তিনি ২০২১ সালের মে মাসে আফগানিস্তানের সাইয়েদ আল-শুহাদা স্কুলে সন্ত্রাসী হামলায় নিহত শিশুদের স্মরণে শিল্পকর্মটি তৈরি করেন। এর আগে বৃহস্পতিবার ইসলামি বিপ্লব শিল্প সপ্তাহের আয়োজকরা বছরের সেরা ভিজ্যুয়াল আর্টিস্ট হিসেবে বিভিন্ন মিডিয়ায় আরও পাঁচজন শিল্পীর সাথে তাকে সম্মানিত করেন। সূত্র: মেহর নিউজ এজেন্সি।