মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

বয়স্ক ও ঝুঁকিপূর্ণদের চতুর্থ ডোজ করোনা টিকা দিচ্ছে ইরান

পোস্ট হয়েছে: মে ২, ২০২২ 

news-image

ইরানে ৭০ বছর বা তার বেশি বয়সী এবং অন্তর্নিহিত রোগ বা ইমিউনোডেফিসিয়েন্সিযুক্ত ব্যক্তিদের করোনাভাইরাসের টিকার চতুর্থ ডোজ দেয়া হবে। দেশটির করোনাভাইরাস নিয়ন্ত্রণ বিষয়ক জাতীয় সদর দফতর এই তথ্য জানিয়েছে।

জাতীয় সদর দফতরের গত বৈঠকে ঝুঁকিপূর্ণ গোষ্ঠীগুলির সুরক্ষা স্তরকে শক্তিশালী করার জন্য ৭০ বছরের বেশি বয়সী এবং অন্তর্নিহিত রোগ বা ইমিউনোডেফিসিয়েন্সিযুক্ত সবাইকে আগের ডোজগুলোর সাথে চতুর্থ ডোজ দেয়ার নির্দেশনাকে অনুমোদন দেয়া হয়েছে। সদর দফতরের মুখপাত্র আব্বাস শিরাভজেন শনিবার টুইট করে এই তথ্য জানান।দেশটিতে এখন পর্যন্ত ৬ কোটি ৪৩ লাখ ২১ হাজার ৮৬৮ জন প্রথম ডোজ, ৫ কোটি ৭৫ লাখ ৩৫ হাজার ৮০৫ জন দ্বিতীয় ডোজ এবং ২৭ লাখ ১৪ হাজার ৭৯৬ জন ভ্যাকসিনের তৃতীয় ডোজ পেয়েছেন। এখন পর্যন্ত, সারা দেশে ১৪ কোটি ৮৮ লাখ ৭২ হাজার ৪৬৯টি ডোজ দেয়া হয়েছে।করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির সক্ষমতা অর্জনে ইরান বিশ্বের ষষ্ঠ দেশ এবং পশ্চিম এশিয়ার প্রথম দেশ। সূত্র: তেহরান টাইমস।