শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

বন্ধ্যাত্ব চিকিৎসায় ইরানি চিকিৎসকদের সাফল্য

পোস্ট হয়েছে: মার্চ ২৪, ২০১৬ 

news-image

নি:সন্তান দম্পতিদের চিকিৎসার জন্যে ইরান হয়ে উঠতে পারে সঠিক গন্তব্য। এধরনের চিকিৎসায় ইরানের চিকিৎসকরা বেশ সফলতা অর্জন করেছেন। এক সাক্ষাতকারে ইরান ডেইলিকে প্রখ্যাত চিকিৎসক সাঘার সালেপুর জানান, বিশ্বের অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে ইরানে। বিশ্বের আধুনিক ইনফার্টিলিটি ট্রিটমেন্ট মেথড অনুসরণ করা হচ্ছে। পারস্য উপসাগরের দেশগুলো থেকে অনেক নি:সন্তান দম্পত্তি ইরানে চিকিৎসা নিতে আসছেন। আজারবাইজন ও ইরাক থেকে প্রচুর রোগী আসছে। চিকিৎসা খরচ মোটামুটি কম হওয়ায় অনেকে এ সুযোগ গ্রহণ করছেন।

সাঘার সালেপুর শুধু যে একজন নারী গায়নোকোলজিস্ট তাই নয়, তিনি একই সঙ্গে মিডিল ইস্ট ফার্টিলিটি সোসাইটির একজন স্বনামধন্য সদস্য। তিনি জানান,বিশ্বে অন্তত ১৫ ভাগ দম্পতি সন্তান থেকে বঞ্চিত হচ্ছেন। ইরানে এধরনের দম্পতির হার ১৩ ভাগ। অর্থাৎ প্রতি ৬টি দম্পত্তির মধ্যে একটি দম্পতি এধরনের সমস্যায় রয়েছে। আর সন্তান না হওয়ার মত সমস্যার জন্যে ৪০ ভাগ নারী ও ৬০ ভাগ পুরুষ দায়ী। আবার কোনো কোনো ক্ষেত্রে নারী বা পুরুষ কেউ দায়ী নন, পরিবেশ দূষণসহ অন্যকোনো কারণেও তারা সন্তান থেকে বঞ্চিত হচ্ছেন। ধূমপান, বায়ু দূষণ, খাদ্যে বিষক্রিয়া, রাসায়নিক মিশ্রণ, অতিরিক্ত মদ্যপান, কীটনাশকের মত প্রভাবেও এধরনের সমস্যা হতে পারে। সূত্র: ইরান ডেইলি