‘বন্ধু দেশগুলোর সঙ্গে দীর্ঘমেয়াদি রোডম্যাপ সই করতে ইরানের দরজা খোলা’
পোস্ট হয়েছে: জুলাই ১৪, ২০২০

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে দীর্ঘ মেয়াদে অংশীদারিত্বমুলক চুক্তি করার জন্য ইরানের দরজা খোলা। তিনি বলেন, চীনের সঙ্গে যে কৌশলগত চুক্তি সই করতে যাচ্ছে ইরান তা নিয়ে যেসব সমালোচনা করা হচ্ছে তার উৎপত্তি মূলত দেশের বাইরে।
আব্বাস মুসাভি বলেন, চীনের সঙ্গে যে ধরনের রোড ম্যাপ হতে যাচ্ছে, এ ধরণের রোডম্যাপ অন্য বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গেও সই করতে প্রস্তুত রয়েছে ইরান। সাময়িক সময়ের জন্য সম্পর্ক তৈরি করার চেয়ে তেহরান দীর্ঘমেয়াদী সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় বলেও তিনি মন্তব্য করেন।
ইরান এবং চীনের মধ্যে যে ২৫ বছর মেয়াদী সহযোগিতামূলক কৌশলগত চুক্তি হতে যাচ্ছে সে ব্যাপারে দেশে-বিদেশে নানা রকমের খবর বের হয়েছে। এর প্রতিক্রিয়ায় সাইয়্যেদ আব্বাস মুসাভি এসব কথা বলেন। অবৈধ নিষেধাজ্ঞাকে এড়াতে ও মার্কিন ডলারের আধিপত্য খর্ব করার জন্যই মূলত ইরান ও চীন এ ধরনের রোডম্যাপ সই করতে যাচ্ছে।
পার্সটুডে/