বন্দর নিয়ে চুক্তি করল ইরান, ভারত, আফগানিস্তান
পোস্ট হয়েছে: মে ২৪, ২০১৬

ইসলামি প্রজাতন্ত্র ইরান, ভারত ও আফগানিস্তান চবাহার বন্দর উন্নয়নের বিষয়ে ত্রিপক্ষীয় চুক্তি করেছে। সোমবার রাজধানী তেহরানে প্রেসিডেন্ট হাসান রুহানি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং আফগান প্রেসিডেন্ট আশরাফ গণির উপস্থিতিতে এ চুক্তি সই হয়।
চুক্তি সইয়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় প্রেসিডেন্ট রুহানি বলেন, আজকের দিনটি তিন দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক মুহূর্ত। চবাহার বন্দর নিয়ে চুক্তি এই বার্তা দিচ্ছে যে, আঞ্চলিক দেশগুলো নিজেদের মধ্যকার সহযোগিতা ও সুযোগ-সুবিধাকে কাজে লাগিয়ে আঞ্চলিক উন্নয়ন ঘটাতে সক্ষম; চবাহার বন্দর হচ্ছে তেমন সহযোগিতার এক প্রতীক।
চবাহার বন্দর উন্নয়নের পর এ বন্দর ব্যবহার করে ভারত তার নিজের পণ্য ইরানের ভেতর দিয়ে আফগানিস্তানে পাঠাতে পারবে। তাতে পাকিস্তানের সীমানা পার হওয়ার জটিলতা এড়াতে সক্ষম হবে নয়াদিল্লি। অন্যদিকে, আফগানিস্তানও সমুদ্রপথে ভারতে প্রবেশের সুবিধা পাবে। এ ক্ষেত্রে ইরান বিশ্বস্ত মিত্র দেশের ভূমিকা পালন করবে।
সূত্র: পার্স টুডে