বধির ফ্রিস্টাইল কুস্তিতে স্বর্ণ জয়ের অপেক্ষায় ৬ ইরানি
পোস্ট হয়েছে: জুন ১৭, ২০১৮

রাশিয়ার ভ্লাদিমিতে চলমান ৫০তম বিশ্ব বধির সিনিয়র ফ্রিস্টাইল কুস্তি চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে খেলার টিকিট পেল ইরানের ছয় জন কুস্তিগীর। আসন্ন ম্যাচে স্বর্ণ পদক জয়ের জন লড়াই করবেন এসব বধির কুস্তিগীর।
ফাইনালের টিকিট পাওয়া ছয় ইরানি কুস্তিগীর হলেন- মোহাম্মদ সিয়াভোশি (৫৭ কেজি), কেভান রোস্তামাবাদি (৬১ কেজি), হোসেন নূরি (৭০ কেজি), হোসেন দারিকভান্ড (৭৪ কেজি), মহসেন মানুচেহরি (৮৬ কেজি) এবং মোহাম্মদ-রাসুল কমারপুর (৯২ কেজি)।
এছাড়া ব্রোঞ্জ মেডেলের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন ইরানের সাইয়েদ ইউনেসি (৭৯ কেজি) ও আকবার সাবেরি (৯৭ কেজি)।
বধির কুস্তির গ্রেকো-রোমান ও ফ্রিস্টাইল উভয় বিভাগের প্রতিযোগিতা ১১ জুন শুরু হয়েছে, শেষ হবে ৯ জুন।
এর আগে আন্তর্জাতিক এই টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করে চারটি রোপার ও তিনটি ব্রোঞ্জ মেডেল জয় লাভের মধ্য দিয়ে সেবার তৃতীয়স্থান অর্জন করে ইরানের বধির গ্রেকো রোমান কুস্তিগীররা। সূত্র: মেহর নিউজ এজেন্সি।