শনিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

বধির ফুটবল চ্যাম্পিয়নশিপে টানা চতুর্থ জয় ইরানের

পোস্ট হয়েছে: মে ৭, ২০১৮ 

news-image

এশিয়া প্যাসিফিক বধির ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে টানা চতুর্থ জয় ঘরে তুলেছে ইরানের বধির ফুটবল টিম। সর্বশেষ চতুর্থ ম্যাচে প্রতিপক্ষ ওমানের বিরুদ্ধে ৩-০ গোলের ব্যবধানে মূল্যবান জয় ছিনিয়ে নিয়েছে দলটি। দক্ষিণ কোরিয়ার চাংউনে ২৩ এপ্রিল এশিয়া প্যাসিফিক ডিফ ফুটবল চ্যাম্পিয়নশিপের এবারের চতুর্থ পর্ব শুরু হয়েছে। বধির ফুটবলারদের অংশগ্রহণে এই টুর্নামেন্ট চলবে ৫ মে পর্যন্ত।

ওমানের বিরুদ্ধে খেলতে নেমে ইরানি স্ট্রাইকার মোস্তফা রহিম ফেরদোস নেজাদ ১৭ ও ২২ মিনিটের মাথায় দুই দুটি গোল করেন। এরপর ৩৮ মিনিটের মাথায় ম্যাচের তৃতীয় গোল করেন মোহসেন ফারজি। শুক্রবার দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে ইরানের জাতীয় বধির ফুটবল টিম।

এরআগে মঙ্গলবার কুয়েতকে ৭-০ গোলের ব্যবধানে পরাজিত করে ইরানি স্কোয়াড। ওই ম্যাচে রহিম ফেরদোস নেজাদ ও আলি আকবার প্রত্যেকেই দুই দুটি করে গোল করেন। অন্যদিকে আলি রেজা বাসিজ, আবদোল মেহদি ও ইমান মোহেব্বি প্রত্যেকেই গোল করেন একটি করে। সূত্র: ফিনানসিয়াল ট্রিবিউন।