বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

বড় হুমকি মোকাবেলায় ইরানের বিভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে

পোস্ট হয়েছে: নভেম্বর ৬, ২০২৪ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বৈচিত্র্যময় এবং বড় ধরনের হুমকি মোকাবেলায় বিভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। ইরানের সেনাবাহিনীর এয়ার ডিফেন্স ফোর্সের ডেপুটি কো-অর্ডিনেটর মোহাম্মদ খোশগালব মেহর নিউজ এজেন্সিকে দেওয়া সাক্ষাতকারে একথা বলেছেন।

তিনি বলেন, বিমান প্রতিরক্ষা শক্তি উৎপাদনের মাধ্যমে কর্তৃত্ব তৈরি করে এবং এই কর্তৃত্ব শত্রুর হুমকির বিরুদ্ধে প্রতিরোধ গঠনের দিকে পরিচালিত করে।

খোশগালব জোর দিয়ে আরও বলেন, বিমান প্রতিরক্ষা বাহিনীর সরঞ্জামগুলির একটি বড় অংশ দেশীয়ভাবে নির্মিত হয়।

আজ শনাক্তকরণের ক্ষেত্রে আমাদের খুব অনুকূল পরিস্থিতি রয়েছে। রাডার এবং সনাক্তকরণ ব্যবস্থার বিষয়ে আমরা বিভিন্ন ফ্রিকোয়েন্সি ব্যান্ড এবং বিভিন্ন রেঞ্জে রাডার ব্যবহার করি এবং সনাক্তকরণের ক্ষেত্রে আমাদের সর্বাধিক নির্ভুলতা এবং সর্বনিম্ন ত্রুটি রয়েছে। সূত্র: মেহর নিউজ