বটতলা রঙ্গমেলায় ইরানের নাটক ‘মিস্টিরিয়াস গিফট’ মঞ্চস্থ
পোস্ট হয়েছে: নভেম্বর ২১, ২০১৯
বটতলা রঙ্গমেলায় মঞ্চস্থ হলো ইরানের প্রখ্যাত নাট্যদল ‘ক্রেজি বডি’ –এর নাটক ‘মিস্টিরিয়াস গিফট । বুধবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে বটতলা আয়োজিত রঙ্গমেলার পঞ্চম দিনের আয়োজনে নাটকটি মঞ্চায়িত হয়।অন্য গ্রহের একটা ‘প্রাণীর’ সঙ্গে পৃথিবীর মানুষের সম্পর্ক নাটকটির কাহিনীর মূল উপজীব্য। নাটকটি নির্দেশনা দেওয়ার পাশাপাশি এতে অভিনয় করেন ইয়াসের খসেব।
রঙ্গমেলার পঞ্চম দিনের আয়োজন শুরু হয় বুধবার সন্ধ্যা ৬টায়। এদিন নাদিম মঞ্চে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন বিশ্ববিদ্যালয়ের পারফর্মিং আর্টস প্রোগ্রামের পরিবেশনায় মঞ্চস্থ হয় মূকাভিনয় ‘তাহাদের গল্প’। এটি পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন মাসউদুর রহমান। প্রদর্শনীর পর শিল্পীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ডেইলি স্টারের সাংবাদিক এলিটা করিম।
এরপর সন্ধ্যা ৭টায় বিভাগীয় সম্মাননা প্রদান করা হয় রংপুর বিভাগের নাট্যজন সবিতা সেনগুপ্তকে। তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন আসাদুজ্জামান নূর। একই সঙ্গে রূপসজ্জাকর শুভাশীষ দত্ত তন্ময়ের হাতে তুলে দেন অন্তরালের সম্মাননা। পরে সাড়ে ৭টায় শুরু হয় ইরানের নাটক ‘মিস্টিরিয়াস গিফট’। নাটক শেষে অভিনয় শিল্পী ও কলাকুশলীদের হাতে স্মারক তুলে দেন অনুস্বর নাট্যদলের প্রধান ও নাট্যনির্দেশক ড. মোহাম্মদ বারী।
পাঁচ দেশের শিল্পীদের নিয়ে গত ১৬ নভেম্বর থেকে মুক্তিযুদ্ধ জাদুঘরে চলছে ১১ দিনব্যাপী ‘বটতলা রঙ্গমেলা ২০১৯’। বাংলাদেশের দুটিসহ ভারত, স্পেন, ইরান, নেপালের আটটি নাট্যদল তাদের নাটক পরিবেশন করছে রঙ্গমেলায়। প্রতিদিন বহিরাঙ্গনে ‘নাদিম মঞ্চে’ থাকছে নাটক, গান, পারফরমেন্স আর্ট, কবিতা, মূকাভিনয়সহ বিভিন্ন আনন্দ আয়োজন। রঙ্গমেলায় শুক্র ও শনিবার সকালে রয়েছে শিশুদের জন্য বিশেষ আয়োজন শিশু প্রহর। সেখানে শিশুদের জন্য নাটক, পুতুল নাচ, আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হবে। নাটক পরিবেশন করবে বরিশালের শব্দাবলি ও চট্টগ্রামের ফুলকি নাট্যদল।
এ ছাড়া রঙ্গমেলায় অনুষ্ঠিত হচ্ছে তিনটি ভিন্ন বিষয়ের ওপর ‘মাস্টার ক্লাস’। ২১, ২২ ও ২৩ নভেম্বর বিকেল ৫টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত ক্লাস নেবেন নাট্যজন শিমুল ইউসুফ, চিত্রশিল্পী ঢালী আল-মামুন এবং ভারতের অভিনেতা ও নৃত্যশিল্পী শৈবাল বসু। রঙ্গমেলায় পাঁচটি তথ্যচিত্রও দেখানো হবে।