বঞ্চিতদের জন্য ৩২ হাজার ঘর বানাবে ইরান
পোস্ট হয়েছে: আগস্ট ৭, ২০২২
ইমাম খোমেইনী রিলিফ ফাউন্ডেশন চলতি ইরানি ক্যালেন্ডার বছরের (যা শেষ হবে ২১ মার্চ ২০২৩) শেষ নাগাদ বঞ্চিত গ্রামীণ বাসিন্দাদের জন্য ৩২ হাজার ঘর নির্মাণ করবে।
ফাউন্ডেশনের প্রধান সৈয়দ মোর্তেজা বখতিয়ারি বলেছেন, আগামী ইরানি বছরের (২১ মার্চ ২০২৩ থেকে যা শুরু হবে) বাজেট বিলে সুবিধাবঞ্চিতদের আবাসন প্রদানে মোট ২৫ ট্রিলিয়ন রিয়াল (প্রায় ৯২ মিলিয়ন ডলার) প্রস্তাব করা হয়েছে।
‘জাতীয় আবাসন পরিকল্পনা’ এর অধীনে ইমাম খোমেইনী রিলিফ ফাউন্ডেশনকে ৩ লাখ ৬০ হাজার আবাসন ইউনিট নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে, যার মধ্যে ১ লাখ ২০ হাজার গ্রামে এবং ২ লাখ ৪০ হাজার ইউনিট শহরে নির্মিত হবে। সূত্র: তেহরান টাইমস।