মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

বছরে ১০ লাখ মেডিকেল পর্যটকের ইরান ভ্রমণ

পোস্ট হয়েছে: আগস্ট ৩১, ২০২৩ 

news-image

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, বছরে প্রায় ১০ লাখ মেডিকেল পর্যটক ইরান ভ্রমণ করে। ইরানি ওই কর্মকর্তা মোহাম্মদ-হোসেন নিকনাম মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক দপ্তরের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। সোমবার তিনি বলেছেন, প্রতি বছর ইরানে ১০ লাখ বিদেশি রোগীর চিকিৎসা করা হয়।

নিকনাম বলেন, ‘আমরা এই খাতটিকে স্বাস্থ্য কূটনীতি হিসেবে বিবেচনা করি। আর এটি দেশের আন্তর্জাতিক মিথস্ক্রিয়া বিকাশের জন্য একটি উপযুক্ত প্ল্যাটফর্ম। তার বিভাগ বিশ্বের ১০০ বিলিয়ন ডলারের বাজারে দেশের অংশীদারিত্ব বাড়ানোর জন্য তিনটি প্রধান নীতি অনুসরণ করে থাকে বলে জানান তিনি।

সূত্র: তেহরান টাইমস।