বছরে তিন লাখ টন চেরি ফল উৎপাদন হয় ইরানে
পোস্ট হয়েছে: জুলাই ২৪, ২০১৭

ইরানে বছরে প্রায় তিন লাখ টন চেরি ফল উৎপাদন হয়। বিশ্বব্যাপী মোট উৎপাদিত এই ফলের প্রায় ২ শতাংশই ইরানে উৎপাদিত হচ্ছে।
তেহরান অ্যাগ্রিকালচারাল জিহাদ অর্গানাইজেশনের বাণিজ্য বিষয়ক দফতরের উন্নয়ন ব্যবস্থাপক হামিদ রেজা খলিলি এই তথ্য জানিয়েছেন।
হামিদ রেজা বলেন, তেহরান প্রদেশে একাকি বছরে প্রায় ৮৪ হাজার টন চেরি উৎপাদন হয়, যার মূল্য ১১০ দশমিক ৬৩ মিলিয়ন মার্কিন ডলার (৪ দশমিক ১৮ ট্রিলিয়ন রিয়েল)। সূত্র: ফিনান্সিয়াল ট্রিবিউন।