বছরে ইরানের প্রযুক্তি ফার্মগুলোর রাজস্ব আয় ৫ বিলিয়ন ডলার
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ৩, ২০২১

ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট সোরেনা সাত্তারি জানিয়েছেন, গত ইরানি বছরে (২০ মার্চ ২০১৯ থেকে ২০ মার্চ ২০২০) বিজ্ঞানভিত্তিক কোম্পানিগুলো সর্বোচ্চ ৫ বিলিয়ন ডলার রাজস্ব আয় করেছে। মঙ্গলবার ইরানের উত্তরপূর্বাঞ্চলীয় মাশহাদ শহরে একটি উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান।
সোরেনা সাত্তারি বলেন, ইরানে বর্তমানে ৫ হাজার ৭শ টি বিজ্ঞানভিত্তিক কোম্পানি তৎপর রয়েছে। গত বছরে এসব কোম্পানি ১২০ ট্রিলিয়ন রিয়াল (প্রায় ৫ দশমিক ২২ বিলিয়ন ডলার) আয় করেছে।
তিনি আরও জানান, নিষ্ঠুর অবরোধ ও কোভিড-১৯ মহামারিসহ কয়েকটি সমস্যার সম্মুখীন হওয়ার পরও বিজ্ঞানভিত্তিক কোম্পানিগুলোর আয়ে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।