শনিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

বছরে অন্তত ৫০ শিক্ষার্থী বিনিময় করে তেহরান-মস্কো

পোস্ট হয়েছে: নভেম্বর ১৯, ২০১৮ 

news-image

তেহরান ও মস্কো বছরে অন্তত ৫০ জন শিক্ষার্থী বিনিময় করে। দুদেশের দাপ্তরিক ও আঞ্চলিক ভাষাভাষী ছাত্রছাত্রীদের মাঝে এই বিনিময় হচ্ছে। আর এই সংখ্যাটা ক্রমেই বাড়ছে বলে জানিয়েছেন ফিকহ আল-লুঘাহ অব স্টেট ইউনিভারসিটি অব মস্কোর ইরানি প্রশিক্ষণ বিভাগের প্রধান ভ্লাদিমির ইভানোভ।

তিনি জানান, রাশিয়ায় ২০টি ফারসি ভাষা প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। বছরে এসব কেন্দ্রে গড়ে ১০ জন করে শিক্ষার্থী ভর্তি হচ্ছে।

রুশ এই প্রাচ্যভাষাবিদ আরও জানান, রাশিয়ায় ইরানি ও রুশ প্রভাষকরা শিক্ষার্থীদের ফারসি ভাষা শিক্ষার পাঠ দান করেন। এরপর তারা তেহরান বিশ্ববিদ্যালয় ও আল্লামা তাবাতাবায়ি ইউনিভারসিটি সহ ইরানের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রশিক্ষণ কোর্সে যোগ দেন।

রাশিয়া ও ইরানে ফারসি ভাষা প্রশিক্ষণ কোর্সে যোগদানের পর এসব শিক্ষার্থী সাহিত্য, অর্থনীতি, ইতিহাস ও বিশেষত রাজনীতি নিয়ে পড়াশোনা করে। হাফিজ ও সাদির মতো ইরানের সাহিত্য ব্যক্তিত্ব ও উজ্জ্বল জোতিষ্কের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে এসব শিক্ষার্থীকে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।