বছরের শুরুতে ইরানের তেল রাজস্ব বেড়ে দ্বিগুণ
পোস্ট হয়েছে: মে ২৩, ২০১৮

ইরানি বছরের প্রথম মাসে দেশটির তেল রাজস্ব বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। মঙ্গলবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইরানের সরকারি মুখপাত্র মোহাম্মাদ বাঘের নোবাখত এই তথ্য জানিয়েছেন।
নিয়মিত প্রেস ব্রিফিংয়ে অংশ নিয়ে তিনি বলেন, ফারসি ক্যালেন্ডারের প্রথম মাস ফারভারদিনে গত বছরের একই সময়ের তুলনায় তেল রপ্তানি থেকে ইরানের আয় বেড়েছে ৯৯ শতাংশ। নোবাখত বলেন, ফারভারদিন মাসে প্রতি ব্যারেল তেল ৬৩ মার্কিন ডলারে বিক্রি করেছি। যেখানে গত বছরে প্রতি ব্যারেল তেলের দাম ছিল ৫১ মার্কিন ডলার।
গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মাইক পোম্পেওর মন্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের এই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র ইসলামি বিপ্লবের বিজয়ের পর গেল ৪০ বছর ধরে ইরানকে দুর্বল করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে।
তিনি আরও বলেন, সরকার ইরানি পণ্য সামগ্রীর সুরক্ষা করবে। সরকার দেশীয়ভাবে উৎপাদিত পণ্যের সমর্থনে দেশে বিদেশি পণ্যসামগ্রীর চোরাচালান বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানান তিনি। সূত্র: মেহর নিউজ এজেন্সি।