শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

বছরের প্রথম কোয়ার্টারে ইরানের রপ্তানি বেড়েছে ৬৮ শতাংশ

পোস্ট হয়েছে: জুলাই ৫, ২০২১ 

news-image

ফারসি বছর ১৪০০ সালের (যা ২১ মার্চ থেকে শুরু হয়) প্রথম তিন মাসে অন্যান্য দেশে ইরানের রপ্তানি বেড়েছে ৬৮ শতাংশ। শনিবার ইরানের বাণিজ্য উন্নয়ন সংস্থার (টিপিওআই) প্রধান হামিদ জাদবুম এই তথ্য জানান।

ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেল আইআরআইবিকে তিনি বলেন, বছরের প্রথম তিন মাসে আগের বছরের একই সময়ের তুলনায় মূল্যের দিক ইরানের মালামাল ও সেবা রপ্তানি বেড়েছে ৬৮ শতাংশ। আর ওজনের দিক দিয়ে এই রপ্তানি বেড়েছে ৩৮ শতাংশ।

জাদবুম বলেন, উল্লিখিত সময়ে ইরানে ১০ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলারের ৮ দশমিক ৪ মিলিয়ন টন পণ্য আমদানি হয়েছে। এই আমদানি গত বছরের একই সময়ের তুলনায় ওজনের দিক দিয়ে ৬ শতাংশ কম। তবে মূল্যের দিক দিয়ে আমদানি বেড়েছে ৩৪ শতাংশ। সূত্র: মেহর নিউজ এজেন্সি।