বছরের প্রথমার্ধে ইরানের ২৫ বিলিয়ন ডলারের তেলবহির্ভূত রপ্তানি
পোস্ট হয়েছে: অক্টোবর ১৭, ২০২৪

ইরানের বাণিজ্য উন্নয়ন সংস্থার (টিপিওআই) প্রধান মোহাম্মদ আলী দেহগান দেহনাভি বলেছেন, চলতি ইরানি ক্যালেন্ডার বছরের প্রথমার্ধে (২১ মার্চ যা শুরু হয়) দেশ থেকে ২৫ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের তেলবহির্ভূত পণ্য রপ্তানি হয়েছে।
তিনি জানান, ২১ মার্চ থেকে ২১ সেপ্টেম্বরের মধ্যে দেশ থেকে ২৫ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের ৭০ মিলিয়ন টন পণ্য রপ্তানি হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় যা ওজন এবং মূল্যের দিক দিয়ে যথাক্রমে ৩ দশমিক ৪ এবং ৬ দশমিক ৫ শতাংশ বেশি।
দেহনাভি আরও জানান, চীন, ইরাক, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), তুরস্ক এবং আফগানিস্তান সহ ইরানের প্রথম পাঁচটি রপ্তানি বাজারে মূল্যের দিক দিয়ে ইরানের মোট ৭৫ শতাংশ রপ্তানি হয়।
সূত্র: মেহর নিউজ