শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

বই পরিচিতি

পোস্ট হয়েছে: মার্চ ১৭, ২০২০ 

দীনেশের কালোরাত
রচনা : আহমদ বাসির
প্রকাশক : ইকবাল হোসাইন
ইনভেলাপ পাবলিকেশন্স
কক্ষ নং-২৭, ৬ষ্ঠ তলা, খদ্দর বাজার শপিং কমপ্লেক্স
জিরো পয়েন্ট, গুলিস্তান, ঢাকা-১০০০।
ফোন : ০১৬৮৬৮৫০২৬৬
প্রচ্ছদ : সাইফ আলী
স্বত্ব : লেখক
প্রকাশকাল : একুশে বইমেলা-২০১৮
মূল্য : ১২০ টাকা।

আবৃত্তিশিল্পী ও কবি আহমদ বাসিরের রয়েছে গদ্যেও নিজস্ব অবস্থান। তেমনি শিশু-কিশোর সাহিত্যেও গড়ে তুলেছেন তিনি স্বকীয় বলয়। তাঁর কিশোর সাহিত্য সাবলিল ও আদর্শিক চেতনায় উদ্দীপ্ত। সেখানে থাকে অবক্ষয়ের বিরুদ্ধে সচেতনতার প্রয়াস, দেশপ্রেমের উজ্জ্বল আলো, সামাজিক সমস্যার বিরুদ্ধে সোচ্চারের আগুন, ঐতিহাসিক ও সমসাময়িক ঘটনাপ্রবাহের ছায়াচিত্র, বাস্তবতার নিরিখে অব্যক্ত বেদনার কথাশৈল্পিক প্রকাশ।
আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি সবাই ভাষাভিক্তিক ও সীমানাভিত্তিক দেশ-পরিচয়ে বাংলাদেশী ও বাঙালি হিসেবে অসাম্প্রদায়িক মনোভাব নিয়েই হাজার বছর ধরে বসবাস করছে। এখানে ঐতিহাসিকভাবে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতির কোনো কমতি ছিল না এবং আজো নেই। দেশপ্রেম, ধর্মবাণী, নীতিবাক্য সহ নানাবিধ মানবিক মূল্যবোধ এখানে সাদরে সমাদৃত হয়েছে। এদেশে ইসলাম সবচেয়ে বেশি বিকশিত হয়েছে অলি আওলিয়া, সূফি দরবেশদের মাধ্যমে কেবল ইসলামের উদারনৈতিক, শ্রেণিভেদ-বিদ্বেষহীন সর্বমানবিক নীতিনৈতিকতার উজ্জ্বল আলোর কারণেই। সেকারণেই একদিকে দেখা গেছে ইসলামের সৌন্দর্যে আকৃষ্ট হয়ে দলে দলে লোক ইসলাম গ্রহণ করেছে, আবার ইসলাম গ্রহণ না করেও ইসলামের সাথেই শান্তিপূর্ণ সহাবস্থান করেছে মুসলমান অমুসলমান মিলে মিশে মানবিক পরিচয়ে, সামাজিক মূল্যবোধে তাড়িত হয়ে। একে অপরের মধ্যে বন্ধুত্ব ও ভাবের আদান-প্রদানের কমতি ঘটে নি কোনোদিন। ইসলাম তার স্বাভাবিক সৌন্দর্যের কারণেই বিকশিত হয়েছে জাত-পাত ভেদ বিদ্বেষের মনস্তাত্ত্বিক সামাজিক অবকাঠামো ভেঙে দিয়েই। সে কারণে স্বামী বিবেকানন্দ বলতে বাধ্য হয়েছেন, ‘ইসলাম ভারতের পদদলিত বিরাট সমাজের কাছে আশীর্বাদস্বরূপ এসেছিল।’ ইসলাম এসেছে স্বাভাবিক গতিতে ঐতিহাসিক প্রেক্ষাপটে ও বিভিন্ন বঞ্চিত জনগোষ্ঠীর সামাজিক ন্যয়বিচারের বাণী নিয়ে। কোথাও বলপ্রয়োগে ইসলাম প্রচার হয় নি এবং এর নির্দেশও নেই। নেই জঙ্গিবাজি ও বোমাবাজির সুযোগ। এখানে নেই কোনো সাম্প্রদায়িক ভেদবিদ্বেষ উস্কে দিয়ে সংঘাত বাধানোর সুযোগ। কিন্তু সকল ধর্মের মানুষের মধ্যে যেমন ভালো ও মহান মানুষ আছে, তেমনি অসৎ, লোভী, দুনিয়াবি, স্বার্থপূজারি দুর্বৃত্ত মানুষও রয়েছে। হিন্দু মুসলমান সবার মধ্যেই তা আছে। বিভিন্ন দেশে, বিভিন্ন সমাজে সাম্য, শান্তি ও সামাজিক ন্যয়বিচারের বাণী গ্রহণেচ্ছু জনসাধারণ কায়েমী স্বার্থবাদী লোকদের দ্বারা বাধাগ্রস্ত হয় নি এমন নয়। বরং সারা বিশ্বে এখনো হচ্ছে। এসব দুর্বৃত্তের অসদুদ্দেশ্যেই নানা রকম সাম্প্রদায়িক দ্বন্দ্ব বৃদ্বির প্রয়াস হয়েছে, কিন্তু সফলকাম হতে পারে নি। শাশ্বত মূল্যবোধ বিকাশের ধারাকে ব্যাহত করা সম্ভব হয় নি।
আহমদ বাসির রচিত আলোচ্য কিশোর উপন্যাসের মৌল কিশোর চরিত্র হিন্দু দীনেশ এবং মুসলমান আবির ও আসলের বন্ধুত্ব, তাদের ও তাদের পরিবারের জীবনের কথকতা, সুখ-দুঃখ, ঘটনা-দুর্ঘটনা, সংকট উত্তরণের চেষ্টা ইত্যদির ভেতর দিয়ে এইসব বাস্তবতাই ফুটে উঠেছে যা কেবল কিশোর মনেই ভাবনা জাগায় না, বড়দেরকেও উদ্দীপ্ত করে। কবির বড় ভাই নাসির আহমেদ বাবলুকে উৎসর্গীকৃত বইটির প্রচ্ছদেই নামের তাৎপর্য বহন করে।
আমরা বইটির পাঠকপ্রিয়তা কামনা করছি।
আমিন আল ্আসাদ