বইয়ের অভাব অন্য কোনো কিছু দিয়ে পূরণ করা সম্ভব নয়: সর্বোচ্চ নেতা
পোস্ট হয়েছে: মে ১৩, ২০১৮

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী শুক্রবার সকালে তেহরানের ৩১তম আন্তর্জাতিক বইমেলা পরিদর্শন করেছেন।বইমেলায় তিনি প্রায় ৫০টি স্টল ঘুরে দেখেন এবং এসব স্টলের প্রকাশক ও বই বিক্রেতার সঙ্গে কথা বলেন। তিনি চলতি বইমেলায় প্রকাশিত নতুন নতুন বইয়ের খোঁজখবর নেন।

সর্বোচ্চ নেতা প্রকাশকদের নানা অভাব-অভিযোগের কথা শোনেন এবং যুক্তিপূর্ণ অভিযোগ পর্যালোচনা করে দেখার আশ্বাস দেন। এ সময় অন্যান্যের মধ্যে ইরানের সংস্কৃতি ও ইসলামি দিকনির্দেশনামন্ত্রী সর্বোচ্চ নেতার সঙ্গে ছিলেন।
পরিদর্শন শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি তরুণ সমাজকে বেশি বেশি বই পড়ার আহ্বান জানিয়ে বলেন, মানবজীবনে বইয়ের চাহিদা অন্য কোনো কিছু দিয়েই পূরণ করা সম্ভব নয়। তবে মানুষকে সেসব বই পড়তে হবে যেগুলো তাকে আল্লাহকে স্মরণ করিয়ে দেবে এবং উন্নত মানবীয় মূল্যবোধের অধিকারী করবে।
চলতি বছর তেহরান আন্তর্জাতিক বইমেলার স্লোগান হচ্ছে- ‘বই না পড়াকে না বলুন।’ এ বইমেলা ২ মে শুরু হয়েছে এবং ১২ মে শেষ হবে। – পার্সটুডে ।