ফ্রেসকো উৎসবে ইরানি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্যা কিডস’
পোস্ট হয়েছে: জুলাই ১১, ২০২১

ফ্রেসকো আন্তর্জাতিক মডার্ন আর্ট ও আধ্যাত্মিক চলচ্চিত্র উৎসবে অংশ নেবে ইরানি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্যা কিডস’। ছবিটি পরিচালনা করেছেন নির্মাতা আমির দারইয়ানি।
‘দ্যা কিডস’ ছবিটি এক বোন ও তার ভাইয়ের গল্প নিয়ে তৈরি করা হয়েছে। তারা বাসার অবস্থা ও নিজেদের আচরণগত ব্যাধির কারণে পূথক থাকার সিদ্ধান্ত নেয়।
ফ্রেসকো উৎসবের এবারের ৮ম পর্ব আরমেনিয়ায় ২০ থেকে ২১ আগস্ট অনুষ্ঠিত হবে। বার্ষিক এই চলচ্চিত্র উৎসবে আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যবাহী ছবিগুলোকে মূল্যায়ন করা হয়। সূত্র: মেহর নিউজ এজেন্সি।