শুক্রবার, ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ফ্রি স্টাইল কুস্তিতে বিশ্বসেরা ইরানের হাসান ইয়াজদানি

পোস্ট হয়েছে: মার্চ ১৩, ২০১৮ 

news-image

ফ্রি স্টাইল কুস্তিতে ২০১৮ সালে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান দখল করেছেন ইরানি কুস্তিগির হাসান ইয়াজদানি চরতি। কুস্তির আন্তর্জাতিক সংগঠন ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিংয়ের (ইউডাব্লিউডাব্লিউ) ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ তালিকায় এই চিত্র দেখা গেছে।

বৃহস্পতিবার ইউডাব্লিউডাব্লিউ প্রকাশিত প্রতিবেদন মতে, অলিম্পিক চ্যাম্পিয়ন হাসান বিশকেকে অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়নশিপে স্বর্ণ পদক জয় করেন। এ জয়ের মধ্য দিয়ে ফ্রি স্টাইল কুস্তির ৮৬ কেজি ওজন শ্রেণিতে বিশ্বে এক নম্বরে উঠে আসেন তিনি।

একই প্রতিবেদনে আরও বলা হয়, ফ্রি স্টাইলে মঙ্গোলিয়ার চার জন ‘নাম্বার-১’ কুস্তিগির রয়েছে। অর্থাৎ অন্য যে কোনো দেশের তুলনায় দেশটির নাম্বার-১ কুস্তিগির সবচেয়ে বেশি রয়েছে।

ফ্রি স্টাইলে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা অন্যান্য রেসলাররা হলেন- উজবেকিস্তানের আাব্বস আব্বস রাখমনভ (৬১ কেজি ওজন শ্রেণি), কাজাখস্তানের দওলেত নিয়াজবেকভ (৬৫ কেজি), নাইজেরিয়ার ওগবোন্না জন (৭০ কেজি), উজবেখিস্তানের রশিদ কুরভানোভ (৭৯ কেজি) ও উজবেখিস্তানের মাগোমেদ ইবরাগিমভ। সূত্র: মেহর নিউজ এজেন্সি।