বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ফ্রিস্টাইল কুস্তি বিশ্বকাপে চ্যাম্পীয়ন ইরান

পোস্ট হয়েছে: জুন ১৪, ২০১৬ 

news-image

ফ্রিস্টাইল কুস্তি বিশ্বকাপে এবারো শিরোপা জিতেছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় দল। ইরানি দল রাশিয়াকে ৫-৩ গেইমে পরাজিত করে এ টানা পাঁচবার শিরোপা জয়ের গৌরব অর্জন করল।

4bk6b5f316f4eb8psg_800C450খেলাটি হয়েছে আমেরিকার লস অ্যাঞ্জেলেসে। নিশ্চয় সেটি ইরানিদের জন্য হোম গ্রাউন্ড নয়। কিন্তু ইরানি দর্শক-সমর্থকদের আনন্দ উল্লাস, ড্রাম আর বাঁশি বাজানোর শব্দে মনে হচ্ছিল ইরানের কুস্তিবিদরা সবাই হোম গ্রাউন্ডেই খেলছেন; এর বাইরে ভিন্ন কিছু চিন্তা করার উপায় ছিল না কারো পক্ষে। থাকবেই বা কেন? বিজয় যে আসছে একের পর এক!

ইরানি দল আগেই হারিয়েছে আজারবাইজান, ভারত ও আমেরিকান দলকে। সামনে ছিল রাশিয়া। চূড়ান্ত পর্বে রুশ দলকে ইরানের খেলোয়াড়রা হারিয়ে দেন ৫-৩ গেইমে। এ বিজয়ের ফলে এবারো ইরান বিশ্ব র‍্যাংকিংয়ে এক নম্বর দলের সম্মান অটুট রাখতে সমর্থ হলো।

4bk6cb37c142348pry_800C450এদিকে, ইরানি দলের এ বিজয়ে সোমবার অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। তিনি বিজয়ী জাতীয় দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন; পাশাপাশি ভবিষ্যতেও ইরানের কুস্তিবিদরা এমন স্বর্ণোজ্জ্বল বিজয় অর্জন করবে বলে আশা প্রকাশ করেন। একইভাবে ইরানের জাতীয় অলিম্পিক কমিটিও ইরানি কুস্তি দলকে অভিনন্দন জানিয়েছে।

সূত্র: পার্স টুডে, তেহরান টাইমস