ফ্রান্স থেকে ৩টি রাডার কিনছে ইরান
পোস্ট হয়েছে: এপ্রিল ২১, ২০১৬

বিমানবন্দরের নিরাপত্তায় ব্যবহার হয় এমন তিনটি রাডার কিনছে ইরান। ফ্রান্সের তৈরি এসব রাডার তেহরানের মেহরাবাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, শিরাজ ও বন্দর আব্বাসে ব্যবহার করা হবে। গত মঙ্গলবার তেহরানে দুটি দেশের সংশ্লিষ্ট মন্ত্রীরা আলোচনার পর এ নিয়ে এক চুক্তি করেন।
ফ্রান্সের এ ধরনের রাডার নিরাপদ বিমান চলাচল ও অবতরণের কাজে ব্যবহার করা হবে।
সূত্র: ফিন্যান্সিয়াল ট্রিবিউবন