ফ্রান্সে রৌপ্যপদক জিতলো ইরানের বধির জুডো দল
পোস্ট হয়েছে: অক্টোবর ৩১, ২০২১

ফ্রান্সে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করেছে ইরানের বধির জুডো কাতা দল। বিশ্ব বধির জুডো কাতা চ্যাম্পিয়নশিপ ফ্রান্সে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশ নিয়ে ইরানি বধির জুডো কাতা দল রুপার মেডেল ঘরে তোলে।
জুডো কাতা চ্যাম্পিয়নশিপের শীর্ষ স্থান দখল করেছে দক্ষিণ কোরিয়া। ইরানের পরে তৃতীয় স্থান দখল করেছে তুরস্ক।
ইরানি দলে প্রতিযোগিতা করেন আলিরেজা সাতিয়ান ও মোহাম্মাদ আসায়বি শাফিয়েই।
এর আগে ইভেন্টের শুরুর দিন ইরানের আমির মোহাম্মাদ দাফতারি ৭৩ কেজিতে ব্রোঞ্জ মেডেল জয় করে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।