বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ফ্রান্সের ফিল্ম ফেস্টিভালে ইরানের ‘এক্লিপ্‌স’

পোস্ট হয়েছে: এপ্রিল ১৯, ২০২১ 

news-image
 ইরানের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এক্লিপ্‌স’  ফ্রান্সের ৩০তম কোটে কোর্ট ফেস্টিভালে অংশ নিচ্ছে। রাহা আমিরফাজলি ও আলিরেজা ঘাসেমি এ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন। চলচ্চিত্রে সাগহি ও তার দুই বন্ধু তেহরানের এক বড় পার্কে বেড়াতে আসেন এবং ছবি তুলতে গেলে চন্দ্রগ্রহণ শুরু হয়। এসময় তাদের ক্যামেরা স্ট্যান্ড চুরি হয়ে যায়। একসময় পার্কের এক প্রত্যন্ত এলাকায় গিয়ে তারা এমন কিছু দেখতে পান সাগহি যা লুকিয়ে রাখা উচিত ছিল। ফারাজ মোদিরি, পায়মান নাইমি, অনিতা বাঘেরি, পানিজ এসমাইলি ও খোরশিদ চেরাগিপুর চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন। গত ২৯ বছর ধরে ফ্রান্সের এ চলচ্চিত্র উৎসব চলচ্চিত্রকারদের ঐতিহ্য ও ভবিষ্যত প্রজন্মদের মধ্যে এক সেতু বন্ধন হিসেবে কাজ করছে। শর্ট ফিকশন ফিল্ম, পূর্ণ দৈর্ঘ্য  চলচ্চিত্র, পরীক্ষামূলক চলচ্চিত্র, ভিডিও আর্ট, এ্যানিমেটেড চলচ্চিত্র, ৬০ মিনিটের কম সময়ে নির্মিত ডকুমেন্টারি এ উৎসবে দর্শকদের নজর কাড়ে। আগামী ১৬ জুন থেকে ২২ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্রান্সের এ চলচ্চিত্র উৎসব।