মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ফ্রাইবুর্গ উৎসবে দুটি পুরস্কার জিতেছে ইরানি শর্ট ফিল্ম

পোস্ট হয়েছে: এপ্রিল ৪, ২০২৪ 

news-image

মারজান খোসরাভি পরিচালিত ইরানি শর্ট ফিল্ম “মিসেস ইরান’স হাজবেন্ড” গত সপ্তাহে ৩৮তম ফ্রাইবার্গ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুটি পুরস্কার জিতেছে। ২৭ মিনিটের চলচ্চিত্রটি ১৭ থেকে ২৬ মার্চ সুইস শহরে অনুষ্ঠিত উৎসবে সেরা আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পুরস্কার এবং সিএইচ সিনেমা নেটওয়ার্ক পুরস্কার জিতেছে।

চলচ্চিত্রটি সুলতান মোহাম্মদের রাজত্ব নিয়ে নির্মাণ করা হয়েছে। পাহাড়ের এই রাজত্বে রয়েছে দুই স্ত্রী, ইরান এবং সারা। সঙ্গে রয়েছে ১১ সন্তান এবং আরও রয়েছে ভেড়ার পাল।

অন্য সব শাসকদের মতোই তিনি তার ক্ষমতা এবং সম্পদ বজায় রাখার জন্য প্রচেষ্টা চালান। কিন্তু তার মর্যাদা এবং ক্ষমতা বজায় রাখার ভূমিকা এবং দায়িত্ব প্রধানত তার স্ত্রীদের কাঁধে থাকে। এলাকা প্রসারিত করতে তিনি তৃতীয়বার বিয়ে করতে চান।তথ্যচিত্রটি ইতোমধ্যেই টরন্টোর হট ডকস ফেস্টিভালে একটি পুরস্কার পেয়েছে। সূত্র: তেহরান টাইমস