ফ্যান্টাসি রেসলিং চ্যাম্পিয়ন ইরানের হাসান ইয়াজদানি
পোস্ট হয়েছে: জুন ২১, ২০২০
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2020/06/2868283.jpg)
ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিংয়ের (ইউডাব্লিউডাব্লিউ) ফ্রি স্টাইল ফ্যান্টাসি রেসলিং টুর্নামেন্টের শিরোপা জিতলেন ইরানি কুস্তিগীর হাসান ইয়াজদানি। আজারবাইজানের প্রতিপক্ষ হাজি আলিয়েভকে হারিয়ে তিনি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। টুর্নামেন্টের ১ লাখ ৬৪ হাজার ভক্তের মধ্য থেকে ইয়াজদানি ভোট পেয়েছেন ৫৩ শতাংশ।
ইউডাব্লিউডাব্লিউ ফ্রি স্টাইল ফ্যান্টাসি রেসলিং টুর্নামেন্টের শিরোপা জেতায় ইয়াজদানিকে অভিনন্দন জানিয়েছে ইউডাব্লিউডাব্লিউ। সোমবার এক ইনস্টাগ্রাম পোস্টে সংস্থাটি লিখেছে, ‘ইউডাব্লিউডাব্লিউ ফ্রি স্টাইল ফ্যান্টাসি রেসলিং টুর্নামেন্টের জয় করায় হাসান ইয়াজদানিকে অভিনন্দন’।
ইরানি এই কুস্তিগীর স্থগিত হওয়া ২০২০ অলিম্পিক গেমসে ইরানের প্রতিনিধিত্ব করবেন।
ইয়াজদানি ২০১৬ গ্রীষ্মকালীন অলিম্পিকে ৭৪কেজি ওজন-শ্রেণিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করেন। ফাইনাল ম্যাচে রুশ কুস্তিগীর আনিউর গেদুয়েভকে পরাজিত করে তিনি শিরোপা ঘরে তোলেন।
এরপর ২০১৭ সালে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ৮৬ কেজি ওজন-শ্রেণিতে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সৌভাগ্য লাভ করেন ইয়াজদানি। সূত্র: মেহর নিউজ এজেন্সি।