ফুটসাল বিশ্বকাপে আমেরিকাকে হারাল ইরান
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১৯, ২০২১
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2021/09/3893233.jpg)
ফিফা ফুটসাল বিশ্বকাপের গ্রুপ এফ এর ম্যাচে প্রতিদ্বন্দ্বী আমেরিকাকে হারাল ইরান। শুক্রবার লিথুয়ানিয়ার ভিলনিয়াস অ্যারেনায় ম্যাচটি অনুষ্ঠিত হয়।
ফুটসাল বিশ্বকাপে টানা দুটি জয়ের মধ্য দিয়ে এখন শক্তিশালী অবস্থানে রয়েছে ইরান। নকআউট পর্বে দেশটি আরও একধাপ এগিয়ে গেল। সোমবার গ্রুপ এফ এ শেষ প্রতিদ্বন্দ্বী দক্ষিণ আমেরিকার শক্তিশালী দল আর্জেন্টিনার মুখোমুখি হবে ফারসি স্কোয়াড।
আমেরিকার বিরুদ্ধে ইরানের জাতীয় ফুটসাল দল ৪-২ গোলে জয় লাভ করে। ১২ বারের এশিয়া চ্যাম্পিয়ন ইরান শুরুতে ধাক্কা খেলেও ম্যাচ শেষে জয় নিয়ে ঘরে ফেরে। সূত্র: তেহরান টাইমস।